আমদানি হ্রাসেই লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা, ১২ মাসের মধ্যে ৯ মাসেই আয় কম
২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৭৪০ কোটি ৯ লাখ টাকা। তবে হিলি কাস্টমস কর্তৃপক্ষ তা অর্জন করতে পারেনি। বছর শেষে রাজস্ব আদায় হয়েছে ৭১৯ কোটি ৩৩ লাখ টাকা। ঘাটতি দাঁড়িয়েছে ২০ কোটি ৭৬ লাখ টাকায়।
হিলি কাস্টমস সূত্র জানায়, অর্থবছরের ১২ মাসের মধ্যে কেবল ফেব্রুয়ারি, মার্চ ও মে মাসে লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হয়। বাকি ৯ মাসেই রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রার চেয়ে কম ছিল। বিশেষ করে জুন মাসে লক্ষ্যমাত্রা ছিল ৬২ কোটি ৬৮ লাখ টাকা, কিন্তু আদায় হয় মাত্র ৩৭ কোটি ৩৯ লাখ টাকা।
রাজস্ব ঘাটতির অন্যতম কারণ হিসেবে কাস্টমস কর্তৃপক্ষ আমদানি হ্রাসকে দায়ী করেছে। আগে যেখানে প্রতিদিন ২০০–২৫০ ট্রাক পণ্য হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করত, বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ৩০–৩৫ ট্রাকে।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, “আমদানির পরিমাণ আগের তুলনায় অনেক কমেছে। এতে রাজস্ব আদায়ে সরাসরি প্রভাব পড়েছে। আশা করছি, আগামী বছর আমদানি বাড়লে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে।