দিনাজপুরে বাসার সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট আগুন ও বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে, একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকেলে দিনাজপুর শহরের কালীতলা মাহবুব রহমানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- রিয়াজ উদ্দিন (২০), রুবিনা আক্তার (৪৫), মলয় চন্দ্র (৩০), আমিদা রানী (৪৬), শাহজাহান কবির (৬০), শিরিন আক্তার (৪৫), তার ছেলে স্বচ্ছ (১৩) ও সজীব (২৬) নামের এক শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দোকান থেকে একটি নতুন গ্যাস সিলিন্ডার ওই বাসায় আনা হয়। সিলিন্ডারে সংযোগ দেওয়ার পর থেকেই লিকেজ দেখা যায়। লিকেজ বন্ধ করার জন্য কয়েকজন চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে আগুন ধরে যায়। পরে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ৮ জন দগ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক ইসরাত রূপালী রংপুর২৪ কে বলেন, ‘‘দগ্ধ অবস্থায় ৮ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে, রিয়াজ উদ্দিনের শরীরের ২৪ শতাংশ ও শ্বাসনালী পুড়ে গেছে। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’’