গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (তারিখ উল্লেখ করুন) সকালে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও জনবহুল এলাকায় এ লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ। এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে ফারুক আহম্মেদ বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনতেই এই ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণকে এই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত করতে মাঠপর্যায়ে কাজ করছে বিএনপি।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকারের দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। এ অবস্থায় তৃণমূল পর্যায়ে মানুষকে জাগ্রত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
উল্লেখ্য, ঘোষিত ৩১ দফা রূপরেখায় বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহের সংস্কার ও স্বাধীনতা নিশ্চিত করার কথা বলা হয়েছে।