রংপুর , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ ‍প্রধান উপদেষ্টার গোবিন্দগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ পীরগাছার চন্ডিপুরে পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নিরবিচ্ছিন্ন অর্থায়ন জরুরি গাইবান্ধায় বিএসটিআই’র অভিযানে ৮ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রংপুর নগরীর ৬নং ওয়ার্ড যুবদলের দুটি আঞ্চলিক কমিটির কর্মীসভা অনুষ্ঠিত মানবতার ছোঁয়া ছড়িয়ে গেল কান্দি ও তাম্বুলপুরে রংপুরে মঙ্গলবার ৩৩ কেভি গ্যাস সাবস্টেশনে শাটডাউন

রংপুরে ক্লিনিকে অভিযান অপারেশন থিয়েটার সিলগালা,জরিমানা ৪ লাখ টাকা

  • Reporter Name
  • প্রকাশিত : ১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৩১৮ বার পাঠ করা হয়েছে

রংপুরে ক্লিনিকে অভিযান অপারেশন থিয়েটার সিলগালা,জরিমানা ৪ লাখ টাকা

রংপুর প্রতিনিধি:

রংপুরে অননুমোদিত ও অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয়। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে নগরীর ধাপ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুটি বেসরকারি ক্লিনিকে চার লাখ টাকা জরিমানা আদায় এবং অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলার সিভিল সার্জন ডা. শাহী সুলতানা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান

অভিযানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, অনুমোদন ছাড়াই অপারেশন থিয়েটার পরিচালনা, অদক্ষ ও প্রশিক্ষণহীন জনবল দিয়ে চিকিৎসাসেবা প্রদান, জীবাণুনাশক ব্যবস্থা না রাখা, এবং লাইসেন্স নবায়ন না করার মতো একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে।

রংপুরে ক্লিনিকে অভিযান অপারেশন থিয়েটার সিলগালা,জরিমানা ৪ লাখ টাকা
রংপুরে ক্লিনিকে অভিযান অপারেশন থিয়েটার সিলগালা,জরিমানা ৪ লাখ টাকা

ক্লিনিক দুটির নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা না হলেও, তদন্তে তাদের চিকিৎসা পরিবেশ ও সেবাদান পদ্ধতি স্বাস্থ্যবিধি পরিপন্থী বলে প্রমাণিত হয়। অভিযানে ক্লিনিকগুলোর অপারেশন থিয়েটার সিলগালা করে দেওয়া হয় এবং ৪ লাখ টাকা জরিমানা করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

সিভিল সার্জন ডা. শাহী সুলতানা জানান, “রোগীদের জীবন নিয়ে যেন কেউ ব্যবসা না করতে পারে, সে লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। কোনো প্রতিষ্ঠান অনুমোদন ও মান নিয়ন্ত্রণ ছাড়াই চিকিৎসাসেবা দিতে পারবে না।”

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, “জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে। ভবিষ্যতে কেউ অননুমোদিত ও অনিয়মতান্ত্রিক স্বাস্থ্যসেবা প্রদান করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় জনগণ ও সুশীল সমাজ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, রংপুরের স্বাস্থ্যখাতকে রক্ষা করতে এ ধরনের অভিযান আরও বাড়ানো দরকার।

ট্যাগ :
About Author Information

জনপ্রিয়

বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার

রংপুরে ক্লিনিকে অভিযান অপারেশন থিয়েটার সিলগালা,জরিমানা ৪ লাখ টাকা

প্রকাশিত : ১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

রংপুর প্রতিনিধি:

রংপুরে অননুমোদিত ও অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয়। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে নগরীর ধাপ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুটি বেসরকারি ক্লিনিকে চার লাখ টাকা জরিমানা আদায় এবং অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলার সিভিল সার্জন ডা. শাহী সুলতানা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান

অভিযানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, অনুমোদন ছাড়াই অপারেশন থিয়েটার পরিচালনা, অদক্ষ ও প্রশিক্ষণহীন জনবল দিয়ে চিকিৎসাসেবা প্রদান, জীবাণুনাশক ব্যবস্থা না রাখা, এবং লাইসেন্স নবায়ন না করার মতো একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে।

রংপুরে ক্লিনিকে অভিযান অপারেশন থিয়েটার সিলগালা,জরিমানা ৪ লাখ টাকা
রংপুরে ক্লিনিকে অভিযান অপারেশন থিয়েটার সিলগালা,জরিমানা ৪ লাখ টাকা

ক্লিনিক দুটির নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা না হলেও, তদন্তে তাদের চিকিৎসা পরিবেশ ও সেবাদান পদ্ধতি স্বাস্থ্যবিধি পরিপন্থী বলে প্রমাণিত হয়। অভিযানে ক্লিনিকগুলোর অপারেশন থিয়েটার সিলগালা করে দেওয়া হয় এবং ৪ লাখ টাকা জরিমানা করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

সিভিল সার্জন ডা. শাহী সুলতানা জানান, “রোগীদের জীবন নিয়ে যেন কেউ ব্যবসা না করতে পারে, সে লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। কোনো প্রতিষ্ঠান অনুমোদন ও মান নিয়ন্ত্রণ ছাড়াই চিকিৎসাসেবা দিতে পারবে না।”

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, “জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে। ভবিষ্যতে কেউ অননুমোদিত ও অনিয়মতান্ত্রিক স্বাস্থ্যসেবা প্রদান করলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় জনগণ ও সুশীল সমাজ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, রংপুরের স্বাস্থ্যখাতকে রক্ষা করতে এ ধরনের অভিযান আরও বাড়ানো দরকার।