রংপুর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও সদ্য কারামুক্ত নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, “বর্তমান সরকার কোনো রাজনৈতিক সরকার নয়। তারা সেই আন্দোলনের সুফল ভোগ করছে, যেটি আবু সাঈদের মতো শহীদদের রক্ত দিয়ে গড়া।”
আজ শুক্রবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এসময় তিনি শহীদ আবু সাঈদসহ রংপুর অঞ্চলের ৮ শহীদের সকল হত্যার বিচার দাবি করেন।
তিনি আরও বলেন, “আমরা সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। একইসাথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—
-
শহীদদের হত্যার বিচার,
-
ফ্যাসিস্ট শক্তির বিচার,
-
নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা,
-
তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন।
১৭ বছর পর আজ বিকেল ৩টায় রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।
সকাল সাড়ে ১০টায় আবু সাঈদের কবর জিয়ারতের সময় আজহারুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন—
জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল আবদুল হালিম,
ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন,
কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন,
রংপুর জেলা জামায়াতের আমীর গোলাম রাব্বানী,
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক নুরুল আমীনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
শহীদ পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং রংপুর অঞ্চলে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম জোরদারে আহ্বান জানান।