গাইবান্ধার পলাশবাড়ী থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার তৈয়ব আলীকে গ্রেফতার করেছে র্যাব। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত একটি হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব-১৩ অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত তৈয়ব আলী একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় নেতা। তার বিরুদ্ধে দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা এবং জয়পুরহাট জেলায় ডাকাতি, দস্যুতা, চুরি এবং অন্যান্য অভিযোগে ১১টিরও বেশি মামলা রয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেফতার তৈয়ব আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, এই চাঞ্চল্যকর গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।