রংপুর, ০১ জুলাই ২০২৫:
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর বিভাগীয় কার্যালয়ে আজ আনুষ্ঠানিকভাবে মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরির পরীক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বিশেষায়িত এই ল্যাবরেটরিতে খাদ্য, প্রসাধনী, পানিসহ বিভিন্ন পণ্যে জীবাণু সংক্রমণ ও মান নিয়ন্ত্রণের লক্ষ্যে আধুনিক পরীক্ষণ পদ্ধতি গ্রহণ করা হবে। কালচার, মাইক্রোস্কোপিক পরীক্ষা ও অন্যান্য প্রযুক্তিনির্ভর পরীক্ষার মাধ্যমে সালমোনেলা, ই.কোলাই, স্ট্যাফাইলোকক্কাস, সিউডোমোনাস, ক্যান্ডিডাসহ বিভিন্ন ক্ষতিকর জীবাণু শনাক্তকরণ এখন থেকে রংপুরেই সম্ভব হবে।
বিএসটিআই রংপুর বিভাগের উপপরিচালক (পদার্থ) প্রকৌশলী মুবিন-উল-ইসলাম জানান, “এই ল্যাব চালুর মাধ্যমে স্থানীয় স্টেকহোল্ডারগণ আর ঢাকায় বা রাজশাহীতে নমুনা পাঠানোর প্রয়োজন পড়বে না। এতে সময় ও ব্যয় দুটোই সাশ্রয় হবে। পাশাপাশি পণ্যের গুণগত মান নিশ্চিত করা সহজ হবে।”
নতুন চালু হওয়া ল্যাবে এখন থেকে টোটাল প্লেট কাউন্ট, ঈস্ট ও মোল্ড কাউন্ট, টোটাল ও ফেকাল কলিফর্ম কাউন্ট, সালমোনেলা, ই.কোলাই, শিগেলা, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, সিউডোমোনাস এরুগিনোসা, ক্যান্ডিডা অ্যালবিকানস সহ একাধিক প্যারামিটারের পরীক্ষা করা সম্ভব হবে।
উল্লেখ্য, খাদ্যে জীবাণু থাকলে তা খাদ্যবাহিত রোগ সৃষ্টি করতে পারে এবং প্রসাধনীতে জীবাণু থাকলে ত্বকে সংক্রমণ ও অ্যালার্জির ঝুঁকি বাড়ে। তাই মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষার গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
নতুন এই ল্যাবটি শুধু পণ্যের মান নিশ্চিতই করবে না, বরং স্থানীয় শিল্প উদ্যোক্তাদের জন্য একটি যুগান্তকারী সহায়তা হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।