জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, সংস্কার, ভারসাম্যপূর্ণ দেশ গঠনে পরিকল্পনা, ঝুলে থাকা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, রংপুর মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর করার দাবিতে রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতের মহাসমাবেশে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।
আজ শুক্রবার (৪ জুলাই) সকাল থেকে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকরা আসছেন। সমাবেশকে ঘিরে নগরীর বিভিন্ন প্রবেশদ্বারে নিজস্ব স্বেচ্ছাসেবকের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী রয়েছে।
এদিকে, সকালে সর্বশেষ মাঠ পরিদর্শনে গেছেন জামায়াতের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
তিনি বলেন, ‘আমাদের সব আয়োজন শেষ। মুহতারাম আমিরে জামায়াতসহ অতিথিবৃন্দ চলে আসছেন।’
প্রায় দেড় যুগ পর জামায়াতের এই সমাবেশে দুই লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করার কথা বলছে জামায়াত। দলটির পক্ষে দাবি করা হচ্ছে, সমাবেশ থেকে এই বিভাগের ৩৩টি আসনের মধ্যে সম্ভাব্য আসনগুলোতে দলীয় প্রার্থীদের জেতাতে দলের কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি পুরো বিভাগের মানুষের মধ্যে দেশকে নিয়ে জামায়াতের পরিকল্পনা ও লক্ষ্য কী— সেসব বিষয়ে বার্তা পৌঁছে দেওয়া।