রংপুর প্রতিনিধি:
রংপুর রোটারী ক্লাবের ২০২৫-২৬ অর্থবছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ক্লাবের নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবু বকর মোঃ বারী মিঠু। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজী মোহাম্মদ তানভীর আশরাফি।
মঙ্গলবার (১ জুলাই) সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। নগরীর টাউন হল মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রোটারী ক্লাবের স্থায়ী কার্যালয়, জাহাজ কোম্পানী মোড়ে গিয়ে শেষ হয়। র্যালিতে ক্লাবের সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরবর্তীতে ক্লাব কার্যালয়ে লালমনিরহাট, দিনাজপুর, নীলফামারী ও সেন্ট্রাল রংপুর রোটারী ক্লাবের নবগঠিত কমিটির সদস্যদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা নতুন নেতৃত্বকে স্বাগত জানান এবং রোটারী কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।
রংপুর রোটারী ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, আগামী এক বছরে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও বেগবান করা হবে এবং জেলার বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে রোটারী সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করবেন।