দিনাজপুরের বিরামপুরে এক অসহায় বৃদ্ধের শেষ সম্বল একটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গরু চোর ও কসাই দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। চোরাই গরুর মাংস পাওয়া গেছে কসাইয়ের ডিপ ফ্রিজে।
মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় পৌর শহরের জোয়াল কামরা গ্রাম থেকে চোর ও কসাইকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও ফ্রিজ থেকে চোরাই গরুর গোটা মাংস, মাথা ও চামড়া জব্দ করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা, বিরামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জোয়াল কামরা গ্রামের মৃত আজহার আলীর দুই ছেলে মেহেদুল ইসলাম (৪২) ও রাজু (৩৫)। এদের মধ্যে মেহেদুল ইসলাম শহরের কলেজ বাজারে গরুর মাংস বিক্রি করে থাকে (কসাই)।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।