জাতীয় পার্টির (জাপা) মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়ায় দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। জেলা-উপজেলা ঘুরে তৃণমূলের মতামত নিয়ে শক্তিশালী নতুন জাতীয় পার্টি গড়তে চান তিনি।
সোমবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এ প্রত্যয় ব্যক্ত করেন শামীম হায়দার পাটোয়ারী। তিনি দলের কার্যক্রম পরিচালনায় নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এ সময় প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম মহাসচিব হেলাল উদ্দিন, তরুণ পার্টির জিয়াউর রহমান মোড়ল প্রমুখ উপস্থিত থাকলেও দলের সিনিয়র নেতাদের দেখা যায়নি।
নবনির্বাচিত মহাসচিব বলেছেন, “দলের মহাসচিব নিযুক্ত করায় আমি চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞ। তৃণমূলকে সঙ্গে নিয়ে তাদের মতামতে দলকে সাজাতে চাই। একইসঙ্গে আমাদের হারানো নির্বাচনি আসন পুনরুদ্ধার করব।”
“আমি জেলা ও বিভাগীয় পর্যায়ে যাবো। যে উপজেলা পদ্ধতি এরশাদ প্রবর্তন করেছিলেন, সেই উপজেলা পর্যায়ে জাতীয় পার্টিকে রিভাইব করব। সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটা নতুন জাতীয় পার্টি গড়ে তুলে সুন্দর বাংলাদেশ গঠনে দৃঢ প্রত্যয়ে এগিয়ে যাব”, বলেন দলটির নতুন মহাসচিব।
এর আগে সোমবার বিকেলে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে দলের প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব নিযুক্ত করা হয়। দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্রের বিশেষ ক্ষমতাবলে এ নিয়োগ দেন।