লালমনিরহাট প্রতিনিধি:
র্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন রুদ্রেশ্বর এলাকায় ১৮৮ বোতল ফেন্সিডিলসহ তিনজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৭ জুলাই ২০২৫, দুপুর ১২টা ৫০ মিনিটে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল কালীগঞ্জ থানার রুদ্রেশ্বর সাকিনস্থ একটি বাড়ির পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় ধৃত নারী আসামীদের শালীনতা বজায় রেখে তল্লাশি করা হলে তাদের শরীরের সাথে কাপড়ের নিচে বিশেষ কায়দায় লুকানো ১৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১। মোছাঃ জোসনা বেগম (৫০), স্বামী-মোঃ শাজাহান আলী, সাং-গোহাইল, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া
২। মোছাঃ লাইলী বেগম (৫৮), স্বামী-মোহাম্মদ আলী, সাং-গোকুল (পশ্চিমপাড়া), থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া
৩। মোছাঃ মর্জিনা বেগম (৪৬), স্বামী-মকবুল হোসেন, সাং-গোহাইল, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, “বাংলাদেশ আমার অহংকার” এই মূলমন্ত্র ধারণ করে র্যাব সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চালিয়ে আসছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।