লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া (জিগাঘাট) গ্রাম থেকে ২৬৫ বোতল ESKuf ও ৪১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
সোমবার (৮ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ধৃত ব্যক্তির শয়নকক্ষের খাটের নিচে সাদা প্লাস্টিকের ব্যাগ ও বস্তায় রাখা অবস্থায় মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন– মোঃ মোকছেদুল হক ওরফে মক্কু (৩৭), পিতা-মহর উদ্দিন, মাতা-মোছাঃ মনফুল বেওয়া, সাং-দোলাপাড়া (জিগারঘাট), ওয়ার্ড-৭, বড়খাতা ইউনিয়ন, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট।
র্যাব-১৩ জানিয়েছে, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে ধারণ করে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এই অভিযানের অংশ হিসেবেই উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।