লালমনিরহাট প্রতিনিধি:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযানে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলা থেকে ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব সূত্র জানায়, ৪ জুলাই ২০২৫, ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর এর একটি টিম হাতিবান্ধা থানার ১০ নম্বর ভেলাগুড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বনচৌকি মাঠেরপাড় এলাকায় অভিযান চালায়। অভিযানে স্থানীয় মোঃ শরিফুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তির শয়ন কক্ষ থেকে প্লাস্টিক বস্তায় মোড়ানো অবস্থায় খাকি স্কচটেপে প্যাঁচানো মোট ২৫.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শরিফুল ইসলাম ওই গ্রামের মৃত শাহেরা বেগম ও নজির হোসেনের পুত্র।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।