রংপুর প্রতিনিধি:
লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় র্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ২০.৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ সুজন মিয়া (২২), পিতা-মোঃ মোজাম্মেল হক, মাতা-মোছাঃ সুমি আক্তার
২। মোঃ মতিউল (৩১), পিতা-মোঃ আইয়ুব আলী, মাতা-মমতারা বেগম
তারা দু’জনেই লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পূর্ব কদমা গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, ২ জুলাই রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কদমা এলাকার একটি কাঁচা রাস্তার ওপর অভিযান চালানো হয়। জনৈক হবিবর রহমানের বাড়ির সামনের রাস্তায় সন্দেহভাজন অবস্থায় দুইজনকে থামিয়ে তল্লাশি চালালে তাদের সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তার মধ্যে খাকি স্কচটেপে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়। মোট ২০ দশমিক ৬ কেজি ওজনের গাঁজা জব্দ করা হয়।
র্যাব-১৩ জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে র্যাব সর্বগ্রাসী মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করে আসছে। গ্রেফতারকৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।