রংপুর প্রতিনিধি:
রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় র্যাব-১৩ এর একটি সফল অভিযানে অপহরণ মামলার ১নং এজাহারনামীয় আসামীকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ রিজভী (২৪), পিতা-মৃত মেহেরাব আলী, সাং-ছোট হাজীপুর (ছোট বানিয়াপাড়া), থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর। তিনি গত ২ জুলাই দুপুরে কলেজপড়া এক নাবালিকা ভিকটিমকে অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে।
বাদী পক্ষের এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ভিকটিমকে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন ভিকটিম কলেজ থেকে বাসায় ফেরার পথে জামুবাড়ী উস্থাপাড়া মৌজার ‘আন্ধার বাঁশঝাড়’ এলাকা থেকে তাকে সিএনজিযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরদিন ভিকটিমের পিতা বদরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৪/১৪৪, তাং-০৫/০৭/২০২৫)।
বিষয়টি গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর এর একটি আভিযানিক দল ৭ জুলাই রাত ২:৩০ মিনিটে কোতয়ালী থানার পায়রা চত্ত্বর এলাকার এম রহমান আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আসামী মোঃ রিজভীকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে।
র্যাব-১৩ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, “বাংলাদেশ আমার অহংকার” এই মূলনীতিতে বিশ্বাসী র্যাব দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে সবসময়ই অপরাধ দমনে তৎপর রয়েছে।