কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোরিকশাচাপায় খোকন হাসান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের কালাচান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান একই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের আব্দুল করিমের ছেলে এবং সে দারুল কুরআন বালক-বালিকা নূরানী মাদরাসার দ্বিতীয় জামাতের শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে হাসান মাদরাসা থেকে বের হয়ে আইস ললিপপ ও খেলনা কিনতে দোকানে যায়।
কিন্তু থেকে ফেরার পথে দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিদ্যুৎ ইসলাম বলেন, ‘হাসান নামের শিশুটিকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। তার মাথার পেছন দিকে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে।
অটোরিকশাচাপায় শিশু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ। তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। নিহতের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।