রংপুর , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ ‍প্রধান উপদেষ্টার গোবিন্দগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ পীরগাছার চন্ডিপুরে পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নিরবিচ্ছিন্ন অর্থায়ন জরুরি গাইবান্ধায় বিএসটিআই’র অভিযানে ৮ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রংপুর নগরীর ৬নং ওয়ার্ড যুবদলের দুটি আঞ্চলিক কমিটির কর্মীসভা অনুষ্ঠিত মানবতার ছোঁয়া ছড়িয়ে গেল কান্দি ও তাম্বুলপুরে রংপুরে মঙ্গলবার ৩৩ কেভি গ্যাস সাবস্টেশনে শাটডাউন

হিলি কাস্টমসে রাজস্ব ঘাটতি ২০ কোটি টাকা

  • Reporter Name
  • প্রকাশিত : ০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ৩৭ বার পাঠ করা হয়েছে

হিলি কাস্টমসে রাজস্ব ঘাটতি ২০ কোটি টাকা

আমদানি হ্রাসেই লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা, ১২ মাসের মধ্যে ৯ মাসেই আয় কম

২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৭৪০ কোটি ৯ লাখ টাকা। তবে হিলি কাস্টমস কর্তৃপক্ষ তা অর্জন করতে পারেনি। বছর শেষে রাজস্ব আদায় হয়েছে ৭১৯ কোটি ৩৩ লাখ টাকা। ঘাটতি দাঁড়িয়েছে ২০ কোটি ৭৬ লাখ টাকায়।

হিলি কাস্টমস সূত্র জানায়, অর্থবছরের ১২ মাসের মধ্যে কেবল ফেব্রুয়ারি, মার্চ ও মে মাসে লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হয়। বাকি ৯ মাসেই রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রার চেয়ে কম ছিল। বিশেষ করে জুন মাসে লক্ষ্যমাত্রা ছিল ৬২ কোটি ৬৮ লাখ টাকা, কিন্তু আদায় হয় মাত্র ৩৭ কোটি ৩৯ লাখ টাকা।

রাজস্ব ঘাটতির অন্যতম কারণ হিসেবে কাস্টমস কর্তৃপক্ষ আমদানি হ্রাসকে দায়ী করেছে। আগে যেখানে প্রতিদিন ২০০–২৫০ ট্রাক পণ্য হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করত, বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ৩০–৩৫ ট্রাকে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, “আমদানির পরিমাণ আগের তুলনায় অনেক কমেছে। এতে রাজস্ব আদায়ে সরাসরি প্রভাব পড়েছে। আশা করছি, আগামী বছর আমদানি বাড়লে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে।

ট্যাগ :
About Author Information

জনপ্রিয়

বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার

হিলি কাস্টমসে রাজস্ব ঘাটতি ২০ কোটি টাকা

প্রকাশিত : ০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

আমদানি হ্রাসেই লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা, ১২ মাসের মধ্যে ৯ মাসেই আয় কম

২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৭৪০ কোটি ৯ লাখ টাকা। তবে হিলি কাস্টমস কর্তৃপক্ষ তা অর্জন করতে পারেনি। বছর শেষে রাজস্ব আদায় হয়েছে ৭১৯ কোটি ৩৩ লাখ টাকা। ঘাটতি দাঁড়িয়েছে ২০ কোটি ৭৬ লাখ টাকায়।

হিলি কাস্টমস সূত্র জানায়, অর্থবছরের ১২ মাসের মধ্যে কেবল ফেব্রুয়ারি, মার্চ ও মে মাসে লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হয়। বাকি ৯ মাসেই রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রার চেয়ে কম ছিল। বিশেষ করে জুন মাসে লক্ষ্যমাত্রা ছিল ৬২ কোটি ৬৮ লাখ টাকা, কিন্তু আদায় হয় মাত্র ৩৭ কোটি ৩৯ লাখ টাকা।

রাজস্ব ঘাটতির অন্যতম কারণ হিসেবে কাস্টমস কর্তৃপক্ষ আমদানি হ্রাসকে দায়ী করেছে। আগে যেখানে প্রতিদিন ২০০–২৫০ ট্রাক পণ্য হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করত, বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ৩০–৩৫ ট্রাকে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, “আমদানির পরিমাণ আগের তুলনায় অনেক কমেছে। এতে রাজস্ব আদায়ে সরাসরি প্রভাব পড়েছে। আশা করছি, আগামী বছর আমদানি বাড়লে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে।