রংপুর , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ ‍প্রধান উপদেষ্টার গোবিন্দগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ পীরগাছার চন্ডিপুরে পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নিরবিচ্ছিন্ন অর্থায়ন জরুরি গাইবান্ধায় বিএসটিআই’র অভিযানে ৮ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রংপুর নগরীর ৬নং ওয়ার্ড যুবদলের দুটি আঞ্চলিক কমিটির কর্মীসভা অনুষ্ঠিত মানবতার ছোঁয়া ছড়িয়ে গেল কান্দি ও তাম্বুলপুরে রংপুরে মঙ্গলবার ৩৩ কেভি গ্যাস সাবস্টেশনে শাটডাউন

শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ,রংপুরের শিশু নিকেতন স্কুলে ২১ দফা দাবি পেশ

  • Reporter Name
  • প্রকাশিত : ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ১৩১ বার পাঠ করা হয়েছে

শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ – রংপুরের শিশু নিকেতন স্কুলে ২১ দফা দাবি পেশ

রংপুর প্রতিনিধি:
রংপুর নগরীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শিশু নিকেতন স্কুলে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার (৭ জুলাই) দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

বিক্ষোভে নেতৃত্ব দেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও সমাজকর্মী জামিল হোসেন,সিজানসহ অন্যান্যরা। তার আহ্বানে বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একটি ২১ দফা দাবিনামা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পেশ করা হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম চলছে। শিক্ষকদের বিরুদ্ধে অবহেলা, অনৈতিক লেনদেন, অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তারা বলেন, এসব বিষয়ে বারবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বলেন, “আমরা ন্যায্য শিক্ষা ও স্বচ্ছ পরিচালনা চাই। স্কুলে দুর্নীতি চলবে না।”

পরে প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক শিক্ষার্থীদের দাবিপত্র গ্রহণ করেন। সাংবাদিকদের তিনি বলেন, “আমরা এই বিক্ষোভ সম্পর্কে আগে কিছুই জানতাম না। তবে শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনায় নেওয়া হবে।”

ঘটনার পর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম  শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানান, “আগামী তিন কার্যদিবসের মধ্যে ২১ দফা দাবির বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। জেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।”

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং বিদ্যালয়ের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।

ট্যাগ :
About Author Information

জনপ্রিয়

বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার

শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ,রংপুরের শিশু নিকেতন স্কুলে ২১ দফা দাবি পেশ

প্রকাশিত : ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ – রংপুরের শিশু নিকেতন স্কুলে ২১ দফা দাবি পেশ

রংপুর প্রতিনিধি:
রংপুর নগরীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শিশু নিকেতন স্কুলে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার (৭ জুলাই) দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

বিক্ষোভে নেতৃত্ব দেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও সমাজকর্মী জামিল হোসেন,সিজানসহ অন্যান্যরা। তার আহ্বানে বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একটি ২১ দফা দাবিনামা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পেশ করা হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম চলছে। শিক্ষকদের বিরুদ্ধে অবহেলা, অনৈতিক লেনদেন, অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তারা বলেন, এসব বিষয়ে বারবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বলেন, “আমরা ন্যায্য শিক্ষা ও স্বচ্ছ পরিচালনা চাই। স্কুলে দুর্নীতি চলবে না।”

পরে প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক শিক্ষার্থীদের দাবিপত্র গ্রহণ করেন। সাংবাদিকদের তিনি বলেন, “আমরা এই বিক্ষোভ সম্পর্কে আগে কিছুই জানতাম না। তবে শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনায় নেওয়া হবে।”

ঘটনার পর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম  শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানান, “আগামী তিন কার্যদিবসের মধ্যে ২১ দফা দাবির বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। জেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।”

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং বিদ্যালয়ের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।