রংপুর, ৭ জুলাই ২০২৫: রংপুর বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ডকুমেন্টস বিতরণ করা হয়েছে। আজ সোমবার আঞ্চলিক তথ্য অফিস, রংপুর-এর উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। ডকুমেন্টস হস্তান্তর করেন আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মোঃ ফরহাদ আহমেদ।
সরকারি বিভিন্ন বিভাগীয় দপ্তরের প্রধানদের হাতে এই বাজেট ডকুমেন্টস তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা রাষ্ট্রীয় বাজেটের তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার এ উদ্যোগকে স্বাগত জানান।
তথ্য অফিসার মোঃ ফরহাদ আহমেদ জানান, “বাজেট ডকুমেন্টস বিতরণের মাধ্যমে সরকারের উন্নয়ন পরিকল্পনা ও অগ্রাধিকারের বিষয়গুলো সরকারি কর্মকর্তাদের মাঝে স্পষ্টভাবে উপস্থাপন করা সম্ভব হচ্ছে।”
প্রসঙ্গত, এবারের বাজেট তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে বিভিন্ন মাধ্যমের পাশাপাশি সরাসরি সরকারি দপ্তরগুলোতেও ডকুমেন্টস পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।