স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, রংপুর:
স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ এবং ধারাবাহিক পদোন্নতি নিশ্চিতসহ ছয় দফা দাবির বাস্তবায়নের দাবিতে রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত রংপুর জেলা স্বাস্থ্য বিভাগ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, রংপুর জেলা শাখা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক আনিস রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন স্বাস্থ্য সহকারীরা। মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও ন্যায্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত।
তারা আরো বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ থাকা সত্ত্বেও এখনও তা বাস্তবায়নের প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি হয়নি। দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
পরে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনুছুর রহমান লাকু স্বাস্থ্যকর্মীদের যৌতিক্ত ছয়দফা দাবির সাথে একমত পোষণ করেন এবং তিনি কিছুক্ষন আন্দোলনকারীদের সাথে আলোচনা করেন।