লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় র্যাব-১৩ এর পৃথক তিনটি অভিযানে ১৫.৬ কেজি গাঁজা ও ৪৩ বোতল ইস্কাফ (ESKuf) সিরাপ জব্দ করা হয়েছে। এসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, ৬ জুলাই (শনিবার) রাত ১২টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি রংপুরের একটি আভিযানিক দল সিংগীমারি ইউনিয়নের মধ্য ধুবনীপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ১০.৩ কেজি গাঁজাসহ মোঃ আমির হোসেন (৪২) ও মোছাঃ নাসিমা (৩২) নামের দুইজনকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে একই দিন ভোর ২টা ৪৫ মিনিটে টংভাঙ্গা ইউনিয়নের বড়াইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫.৩ কেজি গাঁজাসহ মোছাঃ ছকিনা বেগম (৫৫), মোঃ জাহাঙ্গীর হোসেন (২৪) ও মোঃ আজিজুল ইসলাম (২৮) কে গ্রেফতার করা হয়।
এর আগে, ৫ জুলাই রাত ৯টা ৩০ মিনিটে বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪৩ বোতল ইস্কাফ সিরাপসহ মোঃ সাজু মিয়া (২৭) কে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৩।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, “বাংলাদেশ আমার অহংকার” এই মূলমন্ত্র নিয়ে তারা মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।