বিশ্বে দূষিত শহরের তালিকায় ১২৫টি দেশের মধ্যে শীর্ষে উঠে এসেছে কঙ্গোর কিনশাসা। এই তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।
শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
তালিকায় শীর্ষে থাকা কিনশাসার স্কোর হচ্ছে ১৪৭।অর্থাৎ শহরটির বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। দ্বিতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার বাটাম শহর। ১৩৯ স্কোরে এই শহরটির বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। এ ছাড়া একই স্কোরে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি।