রংপুর , বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রংপুর রেঞ্জে চালু হলো সকল ধরনের অনলাইন জিডি সেবা বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ ‍প্রধান উপদেষ্টার গোবিন্দগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ পীরগাছার চন্ডিপুরে পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নিরবিচ্ছিন্ন অর্থায়ন জরুরি গাইবান্ধায় বিএসটিআই’র অভিযানে ৮ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রংপুর নগরীর ৬নং ওয়ার্ড যুবদলের দুটি আঞ্চলিক কমিটির কর্মীসভা অনুষ্ঠিত মানবতার ছোঁয়া ছড়িয়ে গেল কান্দি ও তাম্বুলপুরে

ঢাকার দোহারে কুপিয়ে ও গুলি করে হত্যা

  • Reporter Name
  • প্রকাশিত : ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ৫৬ বার পাঠ করা হয়েছে

ঢাকার দোহারে কুপিয়ে ও গুলি করে হত্যা

ঢাকার দোহারে এক বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। আজ বুধবার ভোর ৬টার দিকে বাহ্রাঘাট জাবেদের মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম হারুন-অর রশীদ মাস্টার। তিনি বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন। ১৭ দিন পর তাঁর অবসরে যাওয়ার কথা ছিল। এছাড়া, তিনি নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির উপদেষ্টা ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার ভোরে ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো পদ্মা নদীর পাশ দিয়ে হাঁটছিলেন হারুন-অর রশীদ। হঠাৎ দুটি মোটরসাইকেলে চারজন যুবক এসে তাঁকে প্রথমে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে হারুন মাস্টারকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নুসরাত তারিন (তন্নি) তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে, হারুন মাস্টারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর সহকর্মী ও রাজনৈতিক নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে আসেন। এ ঘটনার পর নয়বাড়ির বাহ্রা ঘাট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয় মো. ওয়াসিম নামে এক ব্যক্তি জানান, তিনি মোবাইল ফোনে কল পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সবাইকে কল করে তিনি বিষয়টি জানান।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছি। প্রাথমিকভাবে তাঁর শরীরে চারটি গুলি ও ৫ থেকে ৬টি ধারালো অস্ত্রের কোপ দেখা গেছে। বাকিটা ময়নাতদন্ত শেষে বলা যাবে।’

ট্যাগ :
About Author Information

জনপ্রিয়

রংপুর রেঞ্জে চালু হলো সকল ধরনের অনলাইন জিডি সেবা

ঢাকার দোহারে কুপিয়ে ও গুলি করে হত্যা

প্রকাশিত : ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

ঢাকার দোহারে এক বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। আজ বুধবার ভোর ৬টার দিকে বাহ্রাঘাট জাবেদের মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম হারুন-অর রশীদ মাস্টার। তিনি বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ছিলেন। ১৭ দিন পর তাঁর অবসরে যাওয়ার কথা ছিল। এছাড়া, তিনি নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির উপদেষ্টা ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার ভোরে ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো পদ্মা নদীর পাশ দিয়ে হাঁটছিলেন হারুন-অর রশীদ। হঠাৎ দুটি মোটরসাইকেলে চারজন যুবক এসে তাঁকে প্রথমে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে হারুন মাস্টারকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নুসরাত তারিন (তন্নি) তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে, হারুন মাস্টারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর সহকর্মী ও রাজনৈতিক নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে আসেন। এ ঘটনার পর নয়বাড়ির বাহ্রা ঘাট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয় মো. ওয়াসিম নামে এক ব্যক্তি জানান, তিনি মোবাইল ফোনে কল পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সবাইকে কল করে তিনি বিষয়টি জানান।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছি। প্রাথমিকভাবে তাঁর শরীরে চারটি গুলি ও ৫ থেকে ৬টি ধারালো অস্ত্রের কোপ দেখা গেছে। বাকিটা ময়নাতদন্ত শেষে বলা যাবে।’