রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন খাতে প্রদেয় ফি বৃদ্ধি করা হয়েছে । বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, টিউশন ফি, ভর্তি ফি, পরিবহন, চিকিৎসা ও বিদ্যুৎ খাতে ফি উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। যার ফলে অসন্তোষ তৈরি হয়েছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতি ক্রেডিটে টিউশন ফি ৩৫ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা এবং নিরবিচ্ছিন্ন মূল্যায়ন ফি ৫০ টাকা থেকে ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি ফি ১০০ টাকা থেকে এক লাফে বেড়ে ৫০০ টাকায় দাঁড়িয়েছে, যা পূর্বের তুলনায় ৪০০ গুণ বেশি! এছাড়াও, পরিবহন ফি ৩০০ টাকা থেকে ৬০০ টাকা, চিকিৎসা খাতে ১০০ টাকা থেকে ২০০ টাকা এবং বিদ্যুৎ বাবদ ফি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা মনে করছেন, বর্তমান সময়ে এমন হঠাৎ ফি বৃদ্ধি তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে এবং দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের পক্ষে এই খরচ বহন করা কঠিন হয়ে উঠবে। তাদের মতে, এই বৃদ্ধি শুধু সংখ্যায় নয়, শিক্ষার্থীর জীবনে গভীর প্রভাব ফেলছে। অনেক নিম্নআয়ের পরিবারের জন্য এই বাড়তি টাকাই একটি বড় বাধা হয়ে দাঁড়ায় উচ্চশিক্ষার পথে।
শিক্ষার্থীদের অভিযোগ, এই বাড়তি খরচ তাদের উপর চাপিয়ে দেওয়ার পরও চোখে পড়ছে না কোনো উল্লেখযোগ্য উন্নয়ন। শিক্ষা কার্যক্রমের মান, শ্রেণিকক্ষের অবস্থা, লাইব্রেরি কিংবা গবেষণা সুবিধা—সবই আগের জায়গাতেই রয়ে গেছে। তাই তারা প্রশ্ন করেন এই বাড়তি খরচের খাত নিয়ে।
শিক্ষার্থীদের দাবি, যেন এই ফি বৃদ্ধি নিয়ে আরও আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধান খুঁজে বের করা হয় এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় বা আর্থিক সহায়তার ব্যবস্থা রাখা হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।