রংপুর প্রতিনিধি:
র্যাব-১৩ এর মাদকবিরোধী ধারাবাহিক অভিযানে রংপুর জেলার কাউনিয়া থানা এলাকায় ৫৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৩টা ১০ মিনিটে র্যাব-১৩, সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা গেছে, কাউনিয়া থানার কূর্শা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মীরবাগ বাজার এলাকায় মেনাজ উদ্দিন ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার ওপর একটি চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান তল্লাশি করা হয়। সাদা ও হলুদ রঙের কাভার্ড ভ্যানটি তল্লাশির সময় খাকি স্কচটেপ এবং লাল-সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ মোঃ শামীম মিয়া (২৯), পিতা-মোঃ মুনছুর আলী, সাং-সাধু, পোস্টঃ ভূতছাড়া, ইউনিয়ন-শহীদবাগ, থানা-কাউনিয়া, জেলা-রংপুরকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই মূলমন্ত্রে দীক্ষিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।