গাইবান্ধা প্রতিনিধি:
র্যাব-১৩ এর অভিযান চালিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ সন্ধ্যা ৭টা ৫ মিনিটে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাপাসিয়া গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে থেকে আসামি মোঃ কামরুজ্জামান কামরুল শেখ ওরফে কাকন (২৫) কে গ্রেফতার করা হয়। তিনি ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় দায়েরকৃত সিআর মামলা নং-৩৮৯/২০১৮ (গোবিন্দগঞ্জ), তারিখ ২৩/১০/২০১৮ খ্রিঃ অনুযায়ী ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত কামরুজ্জামান গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন উত্তরপাড়া কাপাসিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৩ জানায়, “বাংলাদেশ আমার অহংকার”—এই মূলমন্ত্রে বিশ্বাসী র্যাব এলিট ফোর্স হিসেবে চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে এই সফল অভিযানটি পরিচালিত হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।