স্টাফ রিপোর্টার | ১১ জুলাই ২০২৫
ঢাকার আশুলিয়ায় র্যাবের যৌথ অভিযানে রংপুরের মিঠাপুকুর থানার এক চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার ও ভিকটিম কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৩ এবং র্যাব-৪ এর যৌথ আভিযানিক দল ১০ জুলাই রাত ১১টা ৪৫ মিনিটে আশুলিয়া থানার ঘোষবাগ হাজীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার প্রধান আসামী মো. আপন মিয়া (২৩) কে গ্রেফতার করে। একই সময় উদ্ধার করা হয় ভিকটিম ১৬ বছর বয়সী কিশোরী মোছাঃ নুসরাত জাহানকে।
র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে সামনে রেখে হত্যা, ধর্ষণ, অপহরণসহ নানা সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে র্যাব। অপহরণের ঘটনাটি এলাকায় এবং সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে র্যাব।
মামলার বিবরণে জানা যায়, আপন মিয়া দীর্ঘদিন ধরে ভিকটিমকে উত্ত্যক্ত করছিল এবং প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ২ জুন রাত সাড়ে ৮টার দিকে ভিকটিম তার বাড়ির সামনের রাস্তায় হাঁটাহাঁটি করছিল। তখনই আপন মিয়া ও তার সহযোগীরা মিলে ভিকটিমকে অপহরণ করে। পরদিন ভিকটিমের বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় অপহরণ মামলা দায়ের করেন (মামলা নম্বর-১৩, তারিখ: ৩ জুলাই ২০২৫)।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিমকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।