রংপুর ● ৯ জুলাই ২০২৫
রংপুর নগরীর ধর্মদাসপুর কুঠিপাড়া আদিবাসী স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও দেশি পেয়ারা ফলের চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বর্ণনারী অ্যাসোসিয়েশন। বুধবার (৯ জুলাই) দুপুরে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে শিশুদের জন্য মৌসুমি ফল খাওয়ানোর ব্যবস্থাও করা হয়। আম, কাঁঠাল, কলা ও লটকন ফল পরিবেশন করে শিশুর মুখে হাসি ফোটায় আয়োজকরা।
অনুষ্ঠানে স্বর্ণনারী অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুশ্রী সাহা বলেন,
“২০১৮ সাল থেকে আমরা কুঠিপাড়া আদিবাসী স্কুলের পাশে থাকার চেষ্টা করছি। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর শিশুরা একদিন আলোকিত মানুষ হয়ে উঠবে—এটাই আমাদের একমাত্র চাওয়া।”
উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজা হাসনাত ডায়না, অর্থ সম্পাদক সামসে আরা পারভিন এবং সদস্য লিপসি আরা। স্কুলের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
এ ধরনের উদ্যোগ আদিবাসী শিশুদের মাঝে পড়াশোনার আগ্রহ বাড়াবে এবং প্রকৃতির সঙ্গে তাদের সম্পৃক্ততা গড়ে তুলবে বলেও জানান আয়োজকরা।