রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানা এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর অভিযানে ১৫৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত ১২টা ৩০ মিনিটে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
র্যাব জানায়, রংপুর কুড়িগ্রাম মহাসড়কের নব্দীগঞ্জ বাজার এলাকার সিহাব বাইকের সামনে পাকা রাস্তার উপর একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ধৃত আসামিদের ব্যবহৃত একটি ট্রাকের পেছনের বডিতে রাখা তিনটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা হয় ব্যবহৃত ট্রাকটিও।
গ্রেফতার হওয়া দুই আসামি হলো—রবিউল ইসলাম (৩০), পিতা-মামুন আকন্দ, মাতা-রহিমা বেগম, সাং-দক্ষিণ কৃষ্ণপুর, ৩নং ওয়ার্ড, থানা-ফুলবাড়ি, জেলা-দিনাজপুর।
ও মোঃ শাকিল আহমেদ ওরফে হৃদয় (২১), পিতা-আবুল কালাম আজাদ, মাতা-মোছাঃ আলেমা বেগম, সাং-প্রাণনাথ পাটিকাপাড়া, ৬নং ওয়ার্ড, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মাহিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব জানিয়েছে, “বাংলাদেশ আমার অহংকার” এই মূলমন্ত্রকে ধারণ করে তারা সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।