1. [email protected] : Live Rangpur :
বুধবার, ০১ মে ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় এবার সৌন্দর্য ছড়াবে ১০ জাতের টিউলিপ

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১০২ Time View
তেঁতুলিয়ায় এবার সৌন্দর্য ছড়াবে ১০ জাতের টিউলিপ

তেঁতুলিয়ায় দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে নেদারল্যান্ডের টিউলিপ ফুলের চাষ। জেলার তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া গ্রামে এবার বড় পরিসরে দুই একর জমিতে চাষ করা হচ্ছে।

বেসরকারি সংস্থা ইকো সোস্যাল ডেভলেভমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফের অর্থায়নে এবার ২০ জন উদ্যোক্তা নিয়ে চাষ করা হচ্ছে টিউলিপ। সংশ্লিষ্টরা বলছেন, এবারও টিউলিপ চাষ পর্যটকদের আকৃষ্ট করবে। একইসঙ্গে অর্থনীতির সমৃদ্ধিতে লাভবান হবেন প্রান্তিক চাষিরা

দর্জিপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, কেউ জমিতে স্প্রে করছেন, কেউ হাত লাঙ্গল দিয়ে লাইন টেনে যাচ্ছেন। সে লাইনের দুপাশে নারী-পুরুষরা মিলে টিউলিপের বীজ মাটিতে রোপণ করছেন। দুই-তিন দিনে শেষ হবে রোপণ। রোপণের ২১-২৩ দিনের মধ্যে ফুলের কলি আসতে শুরু করবে গাছে।

এবার সৌন্দর্য ছড়াবে ১০ জাতের টিউলিপ। জাত ও রংগুলো হচ্ছে- অ্যান্টার্কটিকা (সাদা), ডেনমার্ক (কমলা ছায়া), লালিবেলা (লাল), ডাচ সূর্যোদয় (হলুদ),  স্ট্রং গোল্ড (হলুদ), জান্টুপিঙ্ক (গোলাপি), হোয়াইট মার্ভেল (সাদা), মিস্টিক ভ্যান ইজক (গোলাপি), হ্যাপি জেনারেশন (সাদা লাল শেড) ও গোল্ডেন টিকিট (হলুদ)।

মুর্শিদা খাতুন, মনোয়ারা খাতুন, আয়েশা সিদ্দিকাসহ উদ্যোক্তারা জানান, প্রথমবারের মতো গত বছর আমরা প্রান্তিক ৮ জন নারী মিলে এ অঞ্চলে নেদারল্যান্ডের রাজকীয় টিউলিপ ফুটিয়েছিলাম। এ অঞ্চলে টিউলিপ চাষ করে আমরা যেমন সফল হয়েছিলাম তেমনি আর্থিকভাবেও লাভবান হয়েছিলাম। এছাড়া টিউলিপ ফুল দেখতে এ অঞ্চলে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছিল। আশা করছি এবারও টিউলিপের দৃষ্টিনন্দন সৌন্দর্য্য মুগ্ধ করবে।

ইএসডিও’র সিনিয়র এসিস্ট্যান্ট প্রোগ্রাম কোর্ডিনেটর আইনুল হক বলেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফের আর্থিক সহযোগিতায় গত বছরও শারিয়াল ও দর্জিপাড়ায় আমরা আটজন নারী উদ্যোক্তা নিয়ে মাত্র ৪০ হাজার ব্লাব (বীজ) দিয়ে আমরা টিউলিপ চাষ করেছিলাম। এ বছরের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। এবার আমরা আরও নতুন বারো জন চাষিকে যুক্ত করে ২০ জন চাষিকে দিয়ে শুধুমাত্র দর্জিপাড়ায় দুই একর জমিতে এক লক্ষ বীজ রোপণ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © Rangpur24.com 0176414680 [email protected]