র্যাব-১৩ এর অভিযানে নীলফামারী জেলার ডিমলা থানা এলাকা হতে ১৪৯ বোতল ফেনসিডিলসহ ০এক জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১৩, রংপুর, সিপিসি-২, নীলফামারী র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার ডিমলা থানাধীন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামীর হেফাজতে থাকা ইজিবাইকে বিশেষ কৌশলে রাখা অবৈধ মাদকদ্রব্য একশত ঊনপঞ্চাশ বোতল ফেন্সিডিল, মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত উক্ত ইজিবাইক জব্দতালিকা মুলে জব্দ করতঃ এক জন কুখ্যাত মাদক ব্যবসায়ী আসামী মোঃ জাহিদুল ইসলাম (৪৭), পিতা- মোঃ আব্দুল করিম, সাং-পূর্ব ফকিরপাড়া, থানা- হাতিবান্ধা, জেলা- লালমনিরহাটকে গ্রেফতার করতে সক্ষম হন।
পরবর্তী কার্যক্রমের জন্য আসামিকে নীলফামারী জেলার ডিমলা থানায় জব্দকৃত আলামতসহ হস্তান্তর করা হয়েছে।