রংপুরে জাতীয় পার্টির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৭:২৪ সময়
Share Tweet Pin it
[রংপুরে জাতীয় পার্টির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত]

স্টাফ রিপোর্টার ॥
মহান ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে রংপুরে জাতীয় পার্টির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল রোববার বাদ আছর জাতীয় পার্টির সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পার্টি রংপুর জেলা ও মহানগর কমিটি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস.এম ইয়াসিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় যূগ্ম মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন। 
জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহেদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি মিঠাপুকুর উপজেলার আহবায়ক মোঃ আনিছুর রহমান আনিস, জাতীয় পার্টি গঙ্গাচড়া উপজেলার সভাপতি অবুল কালাম আজাদ, জাতীয় শ্রমিক পার্টি রংপুর জেলার সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তোফা, জাতীয় মহিলা পার্টি রংপুর মহানগর সম্পাদক জেসমিন ও জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলার আহবায়ক মোঃ আরিফ হোসেনসহ রংপুর জেলা জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগি সংগঠন এবং রংপুর মহানগর কমিটির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সভায় আগামী ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ যথাযথভাবে উদযাপন উপলক্ষে ২০ ফেব্রুয়ারী রাত ১০টার মধ্যে সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানানো হয়। 

এছাড়াও দিবসের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সকল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।