রংপুরে এনএসআই এর তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে এনএসআই,নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,আনসার ও ছাত্র প্রতিনিধি দলের নেতৃবৃন্দরা। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর মাহিগঞ্জ এলাকায় দুইটি লাইসেন্স বিহীন সেমাই কারখানায় অভিযান করে তাঁরা।
এসময় একটি কারখানা কে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও প্রয়োজনীয় কাগজ না থাকার অভিযোগে প্রাইড ফুড প্রোডাক্ট কে বিশ টাকা জরিমানা করা হয়। এছাড়া অপর আর একটি কারখানায় বৈধ কাগজ পত্র না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই তৈরির দায়ে বাবা বেকারি (নিউ মাইশা ফুড) কে পনর টাকা জরিমানা ও কারখানা টি বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়।