শেষ মর্হুতে নাড়ির টানে বাড়ি ফিরছে ঘরমুখো উত্তরের মানুষ। ঈদুল ফিতর উপলক্ষে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে ঘরমুখো মানুষের যাত্রা এবার স্বস্তিদায়ক । ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তির করতে এবারে হাইওয়ে ও জেলা পুলিশের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী । ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করার পাশাপাশি মাদকসহ নানা অপরাধ নিয়ন্ত্রণে ট্র্যাফিক পুলিশ,জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের পাশাপাশি রংপুর ঢাকা মহাসড়কের প্রধান সড়কগুলোর গুরুত্বপূর্ণ স্থানে যৌথ চেক পোস্ট বসিয়ে তল্লাশী করছে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাধিক ডিভিশনের ৭২ পদাতিক বিগ্রেড এর ৩৪ বেঙ্গলের সদস্যরা ।এতে কোনো রকম যানজট ও ভোগান্তি ছাড়াই গন্তব্যে ফিরে যাচ্ছেন সাধারণ মানুষ । ঈদ পর্যন্ত মহাসড়কগুলোতে সেনাবাহিনীর টহল অব্যাহত থাকবে।