বিভাগীয় নগরী রংপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ জামায়াতে অংশ নেন,রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম,জেলা প্রশাসক রবিউল ফয়সাল,প্রশাসন ও বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাসহ প্রায় ৩৫ হাজার মুসল্লী।নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং ফিলিস্তিনের গাজাবাসীর জন্য দোয়া করা হয়। এর আগে সকাল ৮টায় পুলিশ লাইন্সে, সকাল ৯টায় কেরামতিয়া মসজিদসহ সকাল ৮টা থেকে ১০টার মধ্যে রংপুরের ৮ উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।