রংপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

মাহফুজ আলম প্রিন্স,রংপুর

১ এপ্রিল ২০২৫, রাত ৯:১৪ সময়
Share Tweet Pin it
[রংপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২]

রংপুরের বদরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ট্যাক্সেরহাট এসোড অফিস সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মধুপুর ইউনিয়নের পাকারমাথা ধনতলা গ্রামের ইব্রাহিমের ছেলে আশিক ও রাধানগর বালাপাড়া এলাকার মমিনুল ইসলামের ছেলে নাঈম। আহতরা হলেন- রিপন ও লিপ্ত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই মোটরসাইকেলে চার আরোহী ছিলেন। তার গতির প্রতিযোগিতা করতে গিয়ে একটি ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পরে একজন মারা যান।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ‘‘মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পরে একজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।