গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) বিকাল ৫টায় উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের থেকে শুরু হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে ফাঁসিতলা বাজারে এসে প্রতিবাদ কর্মসূচি সম্পন্ন হয়।
ফাঁসিতলা বক্সিং ক্লাবের উদ্যোগে কর্মসূচিতে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়য়ের শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন সাবেক সেনা সদস্য আবু রায়হান মন্ডল রাশেদ, সমাজসেবক মাকসুদ রহমান, শিক্ষার্থী সাব্বির ইসলাম, জিহাদ হাসান প্রমুখ।
ভুক্তভোগী শিশুর পরিবার জানান, উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা উত্তরপাড়া গ্রামে গত ৯ মে সাড়ে চার বছরের শিশুটি বাড়ির পাশে খেলা করার সময় তাকে আফসার আলী ইদুর ছেলে শাহাদাত হোসেন সাদ্দাম (৩০) নামের এক যুবক তাকে বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বর্তমানে শিশুটি বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় গত ১৮ মে শিশুটির মা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় আসামী গ্রেফতার করে মামলা দায়ের করে।
মানববন্ধনের বক্তারা বলেন, শিশু ধর্ষণের ঘটনা আমাদের সমাজের জন্য লজ্জাজনক। ধর্ষিত শিশুটি আমাদের সকলের ছোট বোন। আমরা এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে পরবর্তীতে আর কেউ ধর্ষণের সাহস না করে। ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা অপরাধীদের আরও উৎসাহিত করছে। সরকারকে কঠোর অবস্থান নিতে হবে এবং দ্রুততম সময়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।