রংপুরের সার্বিক উন্নয়নের দাবিতে ১৮ দফা দাবি উত্থাপন করে 'সন্মিলিত ছাত্র-জনতার প্ল্যাটফর্ম' আয়োজিত 'ফ্রিজ ফর ফরোয়ার্ড' কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রংপুর রেলওয়ে স্টেশনের প্রধান ফটকে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও নানা শ্রেণিপেশার প্রতিনিধিরা।
কর্মসূচিতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সিয়াম আহসান আয়ান ও নাজিম উদ্দীনসহ অন্যান্য ছাত্র নেতা। তারা রংপুরে রেলের ব্রডগেজ লাইন স্থাপন, বিভাগীয় রেল স্টেশনের আধুনিকায়ন ও রংপুরেই আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, রংপুরের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চীনের সহযোগিতায় একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন সংক্রান্ত সম্মতিকে সাধুবাদ জানানো উচিত। এ উপলক্ষে কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।