বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে গংগাচড়া উপজেলা মাল্টিপারপাস হলরুমে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা সেক্রেটারি জনাবা আফরোজা বেগমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও রংপুর-০১ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চল মহিলা বিভাগের সেক্রেটারি জনাবা রোজিনা বেগম রোজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গংগাচড়া উপজেলা আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান, সহকারী সেক্রেটারি জনাবা সুলতানা মাহমুদ শিমু, উপজেলা নায়েবে আমীর মোঃ তাজ উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওঃ সাইফুল ইসলাম, মাসুফা আলম, লাইলুন নাহার রিনা, ইসমতআরা বেগম ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. নাজমিন নাহার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নারী কমিশনের সুপারিশ বিদ্যমান পারিবারিক কাঠামোকে ধ্বংস করতে পারে। অথচ ইসলাম নারীকে পূর্ণ অধিকার দিয়েছে—নারী তার বাবা, ভাই ও স্বামীর সম্পত্তিতে অধিকার রাখে।” তিনি নারীর অধিকার নিয়ে বিভ্রান্তিকর প্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং আগাম নির্বাচনে ইসলামপন্থী প্রার্থীদের পক্ষে গংগাচড়ার নারী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রধান আলোচক অধ্যাপক রায়হান সিরাজী বলেন, “কুরআনের আলোকে রাষ্ট্র ও সমাজ গঠনে নারীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে নারীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।