নকল নবীশদের চাকরি জাতীয়করণের দাবিতে রংপুরে মানববন্ধন

মাহফুজ আলম প্রিন্স,রংপুর

১৭ মে ২০২৫, দুপুর ২:১৫ সময়
Share Tweet Pin it
[নকল নবীশদের চাকরি জাতীয়করণের দাবিতে রংপুরে মানববন্ধন]

রংপুর বিভাগের ৪৯৭টি সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবীশদের চাকরি জাতীয়করণের দাবিতে শনিবার সকালে রংপুর নগরীর কাচারী বাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ এক্সট্রা মোহরার এসোসিয়েশন, রংপুর বিভাগীয় কমিটি।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আল-আমিন,রুমানা লায়লাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, ইতোমধ্যে আইন মন্ত্রণালয় থেকে নকল নবীশদের চাকরি জাতীয়করণের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন প্রয়োজন দ্রুত তা অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করে জাতীয়করণ কার্যক্রম সম্পন্ন করা।

বক্তারা আরও জানান, দীর্ঘদিন ধরে নকল নবীশরা স্বল্প বেতনে কাজ করে আসছেন। চাকরি জাতীয়করণই তাদের ন্যায্য প্রাপ্তির পথ খুলে দিতে পারে।

মানববন্ধনে রংপুর বিভাগের আটটি জেলার সকল সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীশ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা চাকরি জাতীয়করণ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।