রংপুরে বেতন বোনাসের দাবিতে মানব্বন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর কাচারী বাজার জিরো পয়েন্টে নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে কর্মরত শিক্ষক কর্মীদের ব্যানারে মানব্বন্ধনে বক্তব্য রাখেন মাওলানা এহসানুল হক,মাওলানা কাসেমীসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে দীর্ঘদিন ধরে বেতন ও বোনাস না পাওয়ায় আন্দোলনের ঘোষণা দেন। তাঁরা বলেন,যদি ঈদুল আযহার আগেই তাদের বেতন বোনাস পরিশোধ না করা হয় তবে যমুনা অভিমুখে লংমার্চ করবেন তারা।এসময় রংপুর বিভাগের আট জেলার নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক কেয়ারটেকার ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ মানব্বন্ধন সমাবেশে অংশ নেয়।