রংপুরে বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালায় নারীর জীবনমান উন্নয়নে সচেতনতা ও যৌথ পদক্ষেপের তাগিদ

মাহফুজ আলম প্রিন্স রংপুর 

২০ মে ২০২৫, দুপুর ১১:৮ সময়
Share Tweet Pin it

বাল্যবিবাহ নিরসনে নেতিবাচক সামাজিক রীতির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে মেয়েদের ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে রংপুরে অনুষ্ঠিত হয়েছে একদিনের কর্মশালা। মঙ্গলবার সকালে নগরীর একটি কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (POPI) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ফাউন্ডেশন (BDOSN)।

কর্মশালায় বক্তারা সমাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনি ও প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্য রাখেন:

ড. তুহিন ওয়াদুদ, শিক্ষক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

তিনি বলেন, “বাল্যবিবাহ কেবল একটি আইনি অপরাধ নয়, এটি আমাদের সমাজ ও সংস্কৃতির একটি গভীর সমস্যা। এই সমস্যা দূর করতে হলে পরিবারের ভেতরে সচেতনতা গড়ে তুলতে হবে। মেয়েদের শিক্ষিত করে তুলতে হবে, তাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে। সমাজে মেয়েদের অবস্থান শক্তিশালী করতে হবে।

এডভোকেট আফরোজা শারমিন কনা, নারী অধিকারকর্মী

তিনি বলেন, “অনেক ক্ষেত্রেই দেখা যায়, বাল্যবিবাহের শিকার মেয়েরা আইনি সহায়তা পায় না বা সাহস করে এগিয়ে আসতে পারে না। এজন্য জরুরি একটি শক্তিশালী মামলা ফান্ড গঠন করা এবং স্থানীয়ভাবে আইনি পরামর্শ ও সহায়তা পৌঁছে দেওয়া। মেয়েরা যেন জানে—তাদের পাশে দাঁড়ানোর মানুষ আছে।

আরিফুল ইসলাম, নির্বাহী পরিচালক, POPI

তিনি বলেন, “আমরা জয়েন্ট অ্যাকশন গ্র্যান্ট প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে একযোগে কাজ করছি। সমাজের সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করে আমরা বাল্যবিবাহ রোধে কার্যকর একটি মডেল গড়ে তুলতে চাই। এই ধরনের কর্মশালাগুলো তারই অংশ।

মাহবুব হাসান, সমন্বয়কারী, BDOSN

তিনি বলেন, “প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তথ্যভিত্তিক সহায়তা দিচ্ছি। বাল্যবিবাহের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সামাজিক মাধ্যম ও ওপেন সোর্স প্ল্যাটফর্ম ব্যবহার করছি।”

কর্মশালায় রংপুরের বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিক, সমাজকর্মী, শিক্ষক, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীরা প্রতিজ্ঞা করেন, বাল্যবিবাহ প্রতিরোধে যার যার অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখবেন।