রংপুর, ২০ মে ২০২৫:
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষায় প্রযুক্তি ব্যবহার করে নকল করার অভিযোগে এক পরীক্ষার্থীসহ দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ সকাল ১০টায় রংপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। শারীরিক সহনশীলতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এতে অংশগ্রহণ করেন। পরীক্ষাটি তদারকি করেন রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং রংপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।
পরীক্ষার সময় সকাল ১১টা ১০ মিনিটে ভাষা ভবনের দ্বিতীয় তলার ২০১৩ নম্বর কক্ষে মো. নাঈম ইসলাম (১৯) নামে এক পরীক্ষার্থী মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্নপত্রের ছবি তুলে ইমো অ্যাপের মাধ্যমে কেন্দ্রের বাইরে অবস্থানরত তার বন্ধু মো. হাসানুর (২২)-কে পাঠায়। পরে হাসানুর উত্তর তৈরি করে মোবাইল ফোনে ছবি তুলে ফের ইমোর মাধ্যমে পাঠায়, যা নাঈম তার মোবাইল ফোনে গোপনে দেখে উত্তরপত্রে লেখে।
কেন্দ্রে কর্তব্যরত পরীক্ষকের নজরে আসলে নাঈমকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে ঘটনার সত্যতা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের এসআই অমিত পার্থ সরকারের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে হাসানুরকে আটক করে। এ ঘটনায় সংশ্লিষ্টদের সহায়তাকারী আরেক ব্যক্তি মূসা পলাতক রয়েছে এবং তাকে আটকের চেষ্টা চলছে।
ঘটনার প্রেক্ষিতে কক্ষ ইনচার্জ পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. আইনুল হক বাদী হয়ে কোতোয়ালি থানা, আরপিএমপি, রংপুরে মামলা দায়ের করেন এবং আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে ২০২৫ তারিখে। পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীনসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।