রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত
৮ মার্চ ২০২৫, রাত ১০:৪৮ সময়
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর, ইএসডিও এবং ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে পৌরশহরে একটি বর্ণাঢ্য র ্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও রকিবুল হাসানের
সভাপতিত্বে সভায় বিভিন্ন কর্মকর্তা,রাজনৈতিক নেতা, এনজিও নেতা-কর্মি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইউএনও স্বাগত বক্তব্য দেন।
আরো বক্তব্য দেন- উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান, জামায়াতের সেক্রেটারি রজব আলী, তথ্য কর্মকর্তা হালিমা আকতার, মহিলা দল নেত্রী আনারকলি বেগম ও মনিরা বিশ্বাস, ওয়ার্ল্ড ভিশন'র প্রজেক্ট অফিসার বিলকিস বেগম, শিক্ষক মেহেবুবা আখতার, ইএসডিও প্রজেক্ট কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে নারীদের শিক্ষা অর্জন
ও অধিকার সচেতন হওয়ার উপর গুরুত্ব দেন।
সঞ্চালনা করেন ইএসডিও ম্যানেজার খায়রুল ইসলাম।