ধর্মঘটে অচল পেট্রোলপাম্প, দুর্ভোগে সাধারণ মানুষ

মাহফুজ আলম প্রিন্স,রংপুর

২৫ মে ২০২৫, দুপুর ১২:৫৬ সময়
Share Tweet Pin it
[ধর্মঘটে অচল পেট্রোলপাম্প, দুর্ভোগে সাধারণ মানুষ]

কমিশন বাড়ানো, বৈধ লাইসেন্স নবায়নে জটিলতা দূর করা, এবং নিরাপত্তা নিশ্চিত করাসহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সারাদেশের মতো রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আজ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি ডিপো বন্ধ রেখে ধর্মঘট পালন করেছেন মালিকরা।

বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের ডাকে এই ধর্মঘট সকাল ৬টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বলবত ছিলো। ধর্মঘট চলাকালে রংপুরের প্রায় সব পেট্রোল পাম্প বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক, পরিবহন শ্রমিক এবং সাধারণ মানুষ।

অনেকে বলেন, পাম্পে তেল না পেয়ে রাস্তার মাঝেই গাড়ি থামিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে ঘণ্টার পর ঘণ্টা। দূরপাল্লার গাড়ি ও জরুরি সেবার যানবাহনেও এর প্রভাব পড়ে।

পেট্রোল পাম্প মালিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য দাবি জানিয়ে আসলেও তা কার্যকর না হওয়ায় বাধ্য হয়েই তারা এই ধর্মঘটে অংশ নিয়েছেন। দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিষয়টি জানানো হয়েছে এবং আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।

এদিকে, এ ধরনের আকস্মিক ধর্মঘটে জনভোগান্তি কমাতে আগাম সতর্কতা ও বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।