টাঙ্গাইলে হরিজনদের উচ্ছেদের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ কর্মসূচি
১২ মে ২০২৫, রাত ৮:৩৭ সময়
সোমবার সকাল ১২ টায় রংপুর প্রেসক্লাবে চত্তরে হরিজন অধিকার আদায় সংগঠনের উদ্যোগে টাঙ্গাইলে হরিজনদের উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।বিক্ষোভ কর্মসূচিতে রাজু বাসফোরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠননের সভাপতি সুরেশ বাসফোর।বক্তব্য রাখেন রাজা বাসফোর, উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা লিটন বাসফোর,শবরন বাসফোর, দিলিপ বাসফোর, দিপু বাসফোর, কানাই বাসফোর প্রমুখ।বক্তারা বলেন টাঙ্গাইল ,জীবননগরসহ দেশে বিভিন্ন জায়গায় হরিজনদের অন্যায়ভাবে জোরপূর্বক উচ্ছেদ করা হচ্ছে। তারা দীর্ঘ ২৫০ বছর ধরে সেখানে বসবাস করে।তারা অল্প বেতনে তাদের খুপরি ঘরে কষ্ট করে কোনো রকম মানবেতর জীবনযাপন করেন। তারা অল্প বেতনের কারনে ছেলে মেয়েদের ভালো শিক্ষা চিকিৎসা করতে পারেন না।তার মধ্যে এই উচ্ছেদ হলে কোথায় গিয়ে দাঁড়াবে।তাই সংবিধান বা আইনে স্পষ্ট ভাবে বলা আছে যে কোনো জনগোষ্ঠীকে উচ্ছেদ করতে হলে আগে পুর্নবাসন করতে হবে।তাই অবিলম্বে টাঙ্গাইল থানাপাড়া পুরাতন কলোনী ও জীবননগর হরিজন কলোনি উচ্ছেদ বন্ধ কর।পুনর্বাসন না করে সারাদেশে হরিজন কলোনি উচ্ছেদ করা চলবে না।একশ বছরের পুরাতন জায়গা বসবাসকারী হরিজন জনগোষ্ঠীর নামে দলিল করে দিতে হবে।