নীলফামারীতে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মুক্তা রানী চ্যাটার্জি (২৮) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের নৃসিংহ ব্রাহ্মণ পাড়ায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার কৃষ্ণ চ্যাটার্জির স্ত্রী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তা রানী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। প্রায় দুই বছর আগে মানসিক সমস্যার কারণে সরস্বতী পূজার দিন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এছাড়াও বাড়ি থেকে বের হয়েও গিয়েছিলেন। তার মানসিক স্বাস্থ্য সমস্যার জন্য বিভিন্ন সময় চিকিৎসা করানো হলেও স্থায়ী সমাধান সম্ভব হয়নি। আজ পরিবারের সদস্যরা তাকে গোলাঘরে গলায় গামছা পেঁচিয়ে ঘরের সরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।