রংপুরের বদরগঞ্জে অগ্নিদগ্ধ অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

২১ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৭:৮ সময়
Share Tweet Pin it
[রংপুরের বদরগঞ্জে অগ্নিদগ্ধ অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার]

রংপুরের বদরগঞ্জে অগ্নিদগ্ধ অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দামোদরপুর ইউনিয়নের কালীরহাট এলাকার একটি ভুট্টাখেত থেকে এই লাশ উদ্ধার করা হয়।
বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসহাক বলেন, ওই নারীর মুখ ও শরীর আগুনে পোড়া রয়েছে। এক হাত বিচ্ছিন্ন। তাঁর ধারণা, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ওই নারীকে হত্যার পর আগুন দিয়ে তার মুখমণ্ডল ও শরীর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। যাতে তাঁর পরিচয় শনাক্ত করা না যায়। তাঁর বিচ্ছিন্ন এক হাত শিয়ালে নিয়ে গেছে বলেও ওই পুলিশ কর্মকর্তার ধারণা।
এ বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, ‘ওই নারীর বয়স ২৫-৩০ বছরের মধ্যে হবে। তাঁর মুখমণ্ডল ও শরীর কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়ায় লাশ শনাক্ত করা যাচ্ছে না। আমরা ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করেছি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি।’