৩ ফেব্রুয়ারী বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের আওতাধীন নীলফামারী জেলার ৭টি অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নীলফামারীতে মামলা দায়ের করা হয়।
যে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সে প্রতিষ্ঠানগুলো হলো:
১. মেসার্স টি এ বি ব্রিকস্-১, মাঝপাড়া, গোড়গ্রাম, সদর, নীলফামারী।
২. মেসার্স বি ও বি ব্রিকস, গোড়গ্রাম, ভবানীগঞ্জ, বড়ভিটা, সদর, নীলফামারী।
৩. মেসার্স মায়িদা ব্রিকস, সোনাখুলী, জিয়ার বাজার, সিপাইগঞ্জ সড়ক, সৈয়দপুর, নীলফামারী।
৪. মেসার্স এ আর এস ব্রিকস, বোতলাগাড়ী, সৈয়দপুর, নীলফামারী।
৫. মেসার্স এম এ এস ব্রিকস, বোতলাগাড়ী, সৈয়দপুর, নীলফামারী।
৬. মেসার্স মাহী ব্রিকস, মুশরত ধুলিয়া, খিয়ারজুম্মা, হাজারীহাট সড়ক, সৈয়দপুর, নীলফামারী।
৭. মেসার্স এম বি ব্রিকস, কালীতলা, বোতলাগাড়ী, সৈয়দপুর, নীলফামারী।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।